আলমডাঙ্গায় চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেফতার

 

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ গত শনিবার রাতে ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার ৩ আসামি জনি, কালু ও রমজানকে গ্রেফতার করেছে।ফকিরপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে জনি(২২) একই গ্রামের কচির ছেলে কালু(২০) ও কলম আলীর ছেলে রমজান (২৫) চাঁদাবাজি মামলার পলাতক আসামি।

পুলিশসূত্রে জানায়, তারা বেশ কয়েক মাস আগে বণ্ডবিল ক্যানালপাড়ার জীবনের কাছে চাঁদা দাবি করে। জীবন বাদী হয়ে থানায় চাঁদাবাজি মামলা করেন। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রেরণ করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করেন। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।