স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশন থেকে মহানন্দা ১৬নং ডাউন ট্রেন থেকে ১১ বস্তা নিষিন্ধ পলিথিন উদ্বার করেছে উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি।
জানা গেছে, গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর রেল স্টেশন থেকে মহানন্দ মেল ট্রেন থেকে উথলী বিশেষ ক্যম্পের বিজিবির নায়েক জনি আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এলাকাবাসী জানায়, সপ্তায় ৩ দিন মোমিনপুর রেল স্টেশন ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ রেল স্টেশনে মহানন্দা ট্রেনযোগে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিন আসে। এখান থেকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় এ পলিথিন ছড়িয়ে দেয় নিষিদ্ধ পলিথিন আমদানিকারকেরা। গতকাল উথলী বিশেষ ক্যম্পের বিজিবি সদস্যরা এ পলিথিন উদ্ধার করেন। উদ্ধারকৃত পলিথিনের মূল্য জানা সম্ভব হয়নি।