ডিহি কৃষ্ণপুর স্কুলে অর্থবাণিজ্যের মাধ্যমে দপ্তরি নিয়োগের পাঁয়তারা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থবাণিজ্যের মাধ্যমে দপ্তরি নিয়োগ দেয়ার পাঁয়তারা চলছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হযরত আলী ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান আড়াই লক্ষাধিক টাকার বিনিময়ে নিয়োগ দিতে যাচ্ছেন রনগোহাইল গ্রামের ৩৩ বছর বয়সী এক পল্লি চিকিৎসককে। এ ব্যাপারে একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নিয়োগ প্রত্যাশী সোলায়মান ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, সম্প্রতি প্রাইমারি স্কুলগুলোয় দপ্তরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই এক পর্যায়ে ডিহি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। গত ১৮ মে আবেদনকারীদেরকে বিদ্যালয়ের অফিসকক্ষে ডেকে পরীক্ষা নেয়া হয়। বিধি অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস চাওয়া হলেও এইচএসসি ও বিএ পাস প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হচ্ছে কোথাও কোথাও। এমনই অবস্থা দাঁড়িয়েছে ডিহি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। পরীক্ষার পরপরই ফলাফল জানানোর কথা থাকলেও এক সপ্তায়ও ফলাফল জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে সভাপতি হযরত আলী ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান এক পল্লি চিকিৎসককে নিয়োগ দেয়ার জন্য পাঁয়তপারা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সোলায়মান ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। অভিযোগগুলো যাচাইপূর্বক তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সোলায়মান ইসলাম আশা করেন।