খুনের দায়ে চীনা ধনকুবেরের মৃত্যুদণ্ড

 

মাথাভাঙ্গা মনিটর: মাফিয়া স্টাইলের অপরাধ ও খুনের দায়ে চীনা ধনকুবেরলিউ হানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তার সাথে দেশটির সাবেক নিরাপত্তা প্রধানঝু ইয়ঙক্যাঙয়ের সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়।ক্রবার চীনের হুবাই প্রদেশের একটি আদালতহানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে বলে চীনা রাষ্ট্রিয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়েজানিয়েছে বিবিসি।আদালত হান ও তার ভাই লিউ উয়িকে সংঘবদ্ধভাবে মাফিয়া ধরনেঅপরাধ পরিচালনা ও খুনেরঅভিযোগে দোষি সব্যস্ত করে।একই ধরনের অভিযোগেঅভিযুক্ত ৩৬ জনের একটি অপরাধী চক্রের মধ্যে এই দুজনও ছিলেন।চীনেরসাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এক সময়ের ক্ষমতাধর নিরাপত্তাপ্রধান ইয়াঙক্যাঙয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে চীনাকর্তৃপক্ষ। ইয়াংক্যাঙের দুর্নীতি চক্রে হান একটি অংশ ছিলেন বলে ধারণা করাহয়।লিউ হান ও তার দল সংঘবদ্ধ পদ্ধতিতে চালানো অবৈধ কার্যকলাপের মাধ্যমেআর্থিকভাবে লাভবান হচ্ছিলোবলে রায়ে জানিয়েছেন আদালত।