মাথাভাঙ্গা মনিটর:যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় নিউ মেক্সিকোরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। অবতরণের সময়ছোট ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।শুক্রবার রাজ্যটির সিলভার সিটির পূর্ব পাশের হুইস্কিক্রিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট আগুনআশপাশের শুকনো ঘাসে ছড়িযে পড়ে। আগুনের কারণে নিকটবর্তী স্থানে পার্ক করে রাখাভ্রাম্যমান বাড়িগুলো জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়।বিকেল চারটার ঠিক আগেদুর্ঘটনাটি ঘটে বলে রাজ্য পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডামিয়ান ব্রাউন জানিয়েছেন। এদুর্ঘটনায় ভূমিতে থাকা কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন তিনি।