স্টাফ রিপোর্টার: বাগেরহাটেরফকিরহাট উপজেলার বটতলা এলাকায় মাইক্রোবাস ও রূপসী পরিবহনের একটি বাসেরমুখোমুখি সংর্ঘষে সাতজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায়রূপসা-বাগেরহাট সড়কের নোয়াপাড়া বটতলা এলাকায় বাগেরহাট থেকে খুলনাগামীমাইক্রোবাসের সাথে খুলনা থেকে ঢাকাগামী রূপসী পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোর ছয় আরোহী নিহত হয়। অপর তিনজনকে উদ্ধার করেহাসাপাতালে নিয়ে যাওয়া হলে একজন নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানাযাযনি।ঘটনাস্থল থেকে বাগেরহাট সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন জানান, নিহতরা চিতলমারী থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেরে খুলনায় ফিরছিলেন।