দুর্ঘটনারোধে ঝিনাইদহে বাস ও ট্রাক চালকদের দুদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

 

 

ঝিনাইদহ অফিস: দেশে গত ২০ বছরে এক লাখ ষোল হাজার সড়ক দুর্ঘটনায় সাড়ে চুয়ান্ন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অন্তত দুলাখ মানুষ। শুরু চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪৮৮টি সড়ক দুর্ঘটনায় ৩শ ৭ জন মারা গেছে। এ সময় আহত হয়েছেন দু’শ জন মানুষ।

সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চত করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দু দিনব্যাপি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় জেলার শতাধিক বাস ও ট্রাক চালকদের নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাস ও ট্রাক চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেল অফিস এ কর্মশালার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেনপুলিশ সুপার আলতাফ হোসেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির খুলনা বিভাগীয় উপপরিচালক এএমএম মাসুদুল আলম, ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক সেলিম বক্স, ঝিনাইদহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহউদ্দীন আহমেদ প্রমুখ। কর্মশালায় বলা হয়, সড়ক ব্যবহারকারী পথচারী, আরোহী ও ড্রাইভারদের অজ্ঞতা, বেপরোয়া এবং অসচেতনার কারণে দেশে শতকরা ৯০ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে।