আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামে পৈত্রিক জমি ভাগ বাটোয়ারা করাকে কেন্দ্র করে মেজো ভাই ছানোয়ার ও তার স্ত্রী ছাপুন্নারাকে বড় ভাই হবিবর ও ছোট ভাই খাইরুল এবং তাদের দু ছেলে মিলে মেরে রক্তাক্ত জখম করে এবং ভাই ছানোয়ারের দু হাত ভেঙে দেয়।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।
জানা গেছে, উপজেলার ঘোলদাড়ি গ্রামের মৃত হারান মণ্ডলের ছেলে ছানোয়ার ও তার স্ত্রী ছাপুন্নারাকে বড় ভাই হবিবার, ছোট ভাই খাইরুল এবং হবিবারের ছেলে সারজুল ও খাইরুলের ছেলে সেলিম পৈত্রিক জমি ভাগ-বাটোয়ারা করাকে কেন্দ্র করে মারধর করে ছানোয়ারের দু হাত ভেঙে দেয় এবং ছানোয়ারের স্ত্রী ছাপুন্নারাকে মাথায় দা দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। ছানোয়ারের কোনো ছেলে না থাকায় ভাইয়েরা তার জমি দখল করতে চায়। ছানোয়ার বাধা দিলে গত শুক্রবার তারা তার বাড়িতে প্রবেশ করে মারধর করে এবং ঘরে থাকা টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। জখম অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গতকাল শনিবার আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়।