টিপ্পনী

খবর:(শামীম ওসমান ও নূর হোসেনের ফোনালাপের অডিও প্রকাশ)

গড ফাদারের ফাদার তিনি
নাটের গুরু মাদার তিনি
ব্রাদার তিনি
আদার তিনি খুনি,

উনি হলেন ঘাটের গুরু
শহর বাজার হাটের গুরু
মাঠের গুরু
লাটের গুরু উনি,

হক কথা সব বলেন যিনি
স্বার্থ পেলেই গলেন যিনি
দলেন যিনি
জ্বলেন যিনি বেশ।

আহাদ আলী মোল্লা