মাথাভাঙ্গা মনিটর: অনন্য এক রেকর্ড হাতছানি দিচ্ছে জার্মানিরমিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপে ব্রাজিলের রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডটিনিজের করে নেয়ার অনন্য সুযোগটিই ৩৫ বছর বয়সী এ স্ট্রাইকারের চোট থেকেসেরে উঠার বড় প্রেরণা।চোটের কারণে পুরো মরসুমেইভুগতে হয়েছে বিশ্বকাপের আগের তিন আসরে ১৪ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে জার্মানকিংবদন্তি জার্ড মুলারের সাথে সেরা গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানেআছেন তিনি। তার সামনে আছেন ১৫টি গোল করা ব্রাজিলের রোনালদো।ইতালির আল্পসএলাকায় অনুশীলন ক্যাম্পে সংবাদ সম্মেলনে ক্লোসা বলেন, যারা আমাকে চেনেন,তারাজানেন, এটা আমার একটা লক্ষ্য। একটি গোল করলে আমি যৌথভাবে শীর্ষে উঠবো। আর শীর্ষেযেতে দুটি গোল প্রয়োজন।লাৎসিওর এ স্ট্রাইকার জানান,তিনি চোট কাটিয়েফেরার পথেই আছেন।ফিটনেস কোচ জানেন আমার কী প্রয়োজন। আশা করছি, টুর্নামেন্টেশতভাগ ফিট থাকবো।ক্লোসার সামনে অবশ্য বিশ্বকাপের আগেই রয়েছে আরেকটিরেকর্ড করার সুযোগ। ৬৮ গোল করে মুলারের সাথে যৌথভাবে জার্মানির সর্বোচ্চ গোলদাতাএখন এ স্ট্রাইকারই। ১ জুন ক্যামেরুন অথবা ৬ জুন আর্মেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেএকটি গোল পেলেই ৬৯ গোল নিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি।ব্রাজিলবিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘জি’ গ্রুপে জার্মানির সঙ্গী পর্তুগাল, ঘানা ওযুক্তরাষ্ট্র।