ভারতের সংসদ ভবনে আগুন

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেরসংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে সংসদেরচারতলার একটি ঘরে আগুন লাগে। তবে আগুন তেমন জোড়ালো ছিলো না বলেই জানাগিয়েছে। খবর পেয়েই সংসদ চত্বরে পৌঁছে দমকলের সাতটি ইঞ্জিন। এতে কোনোহতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নিরাপত্তা ও দমকল বাহিনী। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকেই এই আগুন লেগেছে বলে জানান একদমকলকর্মী। ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এতে কোনো ধরনেরক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কয়েকদিন আগেই মনমোহন সিং দফতর ছাড়ার আগেএকইভাবে আগুন লেগেছিলো প্রধানমন্ত্রীর দফতরে।