নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা থাই সেনাপ্রধানের

 

 

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডেরসেনাপ্রধান জেনারেল প্রেয়াথ চান-ওচা নিজেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীঘোষণা করেছেন। সরকার প্রধানের এ পদে স্থায়ীভাবে কাউকে না পাওয়া পর্যন্ততিনি প্রধানমন্ত্রিত্বের দায়িত্বপালন করবেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার তিনিএ ঘোষণা দেন।অনুমতি ছাড়া ক্ষমতাচ্যুত সরকারের নেতৃবৃন্দসহ ১৫৫ বিশিষ্টব্যক্তির দেশত্যাগ নিষেধাজ্ঞা জারি করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। যাদেরদেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীইংলাক সিনাওয়াত্রা এবং তার বেশ কয়েকজন আত্মীয়ও রয়েছেন বলে জানা গেছে।সরকারেরনিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোরপাঁচটা পর্যন্ত এ কার্ফ্যু জারি রাখার আদেশ দেন দেশটির সেনাপ্রধান। একইসাথেরাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করাসহ নিয়মিত টেলিভিশন প্রোগ্রামগুলোও বন্ধকরে দিয়েছেন।