স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ার্সইনস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপির পূর্বঘোষিত নাগরিক সভা করতে না দেয়ারপ্রতিবাদে ২৫ মে ঢাকা মহানগরের প্রতিটি থানা ও সারাদেশের জেলা সদরগুলোতেবিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল শুক্রবার সকালেরাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইকর্মসূচির ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সংবাদসম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিনসুলতানা প্রমুখ।আগুন দিয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্তমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গঠনেরতীব্র সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সরকার বিরোধীদল দমনে নানানধরনের ফ্রন্ট খুলেছে। এই ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যাচার্জশিট গঠন করা হয়েছে। এটি সরকারের সার্বিক দমন নীতির একটি অংশ। আওয়ামীলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ মূহূর্তে গুম, খুন ও অপহরণের ছেদ টানুন।দেশকে ফ্যাসিবাদি ও জল্লাদ রাজ্যের পথে আর যেতে দেয়া হবে না।