স্টাফ রিপোর্টার: রাজধানীতে উল্টো পথে গাড়ি চলাচল ঠেকাতে সড়কে স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র বসিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।প্রতিরোধনামে আধুনিক এ যন্ত্রে থাকছে ধারালো ধাতব কাঁটা, যা উল্টো দিক দিয়ে প্রবেশ করা গাড়ির চাকা স্বয়ংক্রিয়ভাবে ফুটো করে দেবে।ঢাকামহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজওয়ান জানান, গতকাল শুক্রবার পরীক্ষামূলকভাবে রাজধানীর রমনা পার্কসংলগ্ন রাষ্ট্রীয় অতিথি ভবনসুগন্ধার সামনে এ ভিভাইস বসানো হয়েছে।তিনি বলেন, বাংলাদেশে তৈরি ডিভাইসটি সফলভাবে কাজ করলে পরবর্তীতে শহরেরঅন্যান্য সড়কেও তা বসানোর পরিকল্পনা আছে।উল্টো পথে চলা গাড়ির চাকায় ডিভাইসের ধারালো কাঁটা ঢুকে যাবে। ফলে গাড়ি চলতে পারবে না।