এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধিত করলো চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগ

 

স্বাগত জানিয়ে কলেজ জীবনের সাফল্য কামনা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ দেশের গৌরবমাখা ঐতিহাসিক সংগঠন। এ সংগঠন সবসময়ই জাতির সংকট উত্তরণে অগ্রণী ভূমিকা রেখেছে। এখনও রেখে চলেছে। ছাত্রলীগের সকল নেতাকর্মীকে দেশের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার উপরোক্ত আহ্বান জানান। তিনি ব্যক্তিস্বার্থ ভুলে ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখারও গুরুত্ব তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক। বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুস্থির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিটু, ক্রীড়া সম্পাদক ফিরোজ, শিক্ষা পাঠ্যচক্র সম্পাদক শাহবুল, ছাত্রবিষয়ক সম্পাদক রাজু, গবেষণা সম্পাদক আকতার, সহসম্পাদক ফয়সাল, প্রকাশানা সম্পাদক হিমেলে, থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক সুমন, কলেজ ছাত্রলীগ নেতা খালিদ, লিপু, জিম, রনি, শিমু প্রমুখ।

বক্তারা ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের কলেজ জীবনের সাফল্য কামনা করেন।