দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা আখসেন্টার সংলগ্ন এলাকায় ফেনসিডিল পাচারকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, গতবৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা আখসেন্টার সংলগ্ন এলাকা দিয়ে ৮-১০ জন মাদকপাচারকারী ফেনসিডিল পাচার করছে খবর পেয়ে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। পুলিশও এক রাউন্ড গুলি চালায়। এসময় চোরাচালানীরা তাদের কাছে থাকা বস্তাভর্তি ৫০০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, ফেনসিডিল পাচারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এক রাউন্ড শর্টগানের গুলি চালানো হয়েছে।