দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৬ নম্বর মেন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকচোরাচালান প্রতিরোধে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ সরোয়ার ও ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়ান বিএসএফের মালোপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর নারায়ন শিং।