স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশেআইনের শাসন নেই, আছে সন্ত্রাস। দেশে আজ সভ্য পরিবেশ উধাও। সারাদেশে পৈশাচিকতাণ্ডব চলছে। নাগরিকদের নিরাপত্তা দেয়ার যেন কেউ নেই। যেখানে সেখানে লাশআর লাশ। ভবিষ্যত প্রজন্মকে বলপূর্বক গুম করা হচ্ছে। তাদের নির্যাতন চালিয়েপঙ্গু করে দেয়া হচ্ছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচারের পাশাপাশিসাধারণ মানুষ, ব্যবসায়ী এমনকি পরিবেশবাদীদের নির্যাতন করছে। গতকাল বৃহস্পতিবারবিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সাথেমতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে ও ফেনীর ঘটনার ভয়াবহতা তুলেধরে বেগম জিয়া বলেন, দেশে পৈশাচিকতার অবসান ঘটছে না। এখনও অপহরণ ওবিচারবহির্ভূত হত্যা চলছে। এসব নৈরাজ্যকর পরিস্থিতির জন্য সরকারকে দায়ীকরেন তিনি। র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে তিনি বলেন, যে উদ্দেশ্যে র্যাবগঠন করা হয়েছিলো সে উদ্দেশ্য থেকে সরে এসে সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদেরদমনে তাদের ব্যবহার করছে। বিএনপি সরকার র্যাবের পেশাদারিত্ব অটুট রেখেছিলো।বর্তমানে সরকারী নির্দেশে র্যাব উচ্ছৃঙ্খল ও বেপরোয়া হয়ে উঠেছে। সরকারগণবিচ্ছিন্ন বুঝতে পেরে তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। র্যাব সাধারণমানুষের কাছে আতঙ্কে পরিণত হয়েছে। এই ঘাতক বাহিনীর বিরুদ্ধে দেশের মানুষ ওবিশ্ববাসী সোচ্চার হয়েছে। র্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি।