স্টাফ রিপোর্টার: দামুড়হুদার মদনা গ্রামের জেলে মজিবর রহমানকে কুপিয়ে জখম করা হয়েছে। গ্রামের জোলে মাছ ধরার সময় পাচারকারীরা তাকে কুপিয়ে জখম করে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। মজিবর রহমানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মদনা উত্তরপাড়ার সেকেন্দার বিশ্বাসের ছেলে মজিবর রহমান অভিযোগ করে বলেছেন, বুধবার রাতে আবু বক্করের ছেলে আরিফকে সাথে নিয়ে গ্রামের জোলে মাছ ধরতে যাই। এ সময় পাচারকারীরা ফেনসিডিল পাচার করছিলো। তাদের গায়ে টর্চলাইট মারলে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের ওপর হামলা করে। আরিফ পালিয়ে আত্মরক্ষা করলেও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করে। তবে দুর্বৃত্তদের মধ্যে ঝাঁজাডাঙ্গার খোরশেদ ও রাজকে আমি চিনতে পেরেছি। আহত মজিবর রহমানের মাথায় অসংখ্য সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে হাসপাতালসূত্রে জানা গেছে।