দামুড়হুদায় সাজাপ্রাপ্ত দু আসামি গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: সাজাপ্রাপ্ত দু আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার এএসআই ইমাম ও এএসআই কাজী শামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পারকৃষ্ণপুরের শরীয়তুল্লাহর ছেলে আব্দুল হান্নানকে (৩৫) এবং একই গ্রামের দাউদ মণ্ডলের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত অপর আসামি নাসির উদ্দিনকে (৩৬) গ্রেফতার করেন।