ঢাকা মিরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর ঢাকা মিরপুরে শাহেরা খাতুন আলো (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ১১/সি, ৫ নং এভিনিউতে আব্বাস উদ্দিন স্কুলের ঢালে ১৫/১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।  পল্লবী থানার এসআই আফতাব উদ্দিন রাত নয়টার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠিয়েছেন। আফতাব উদ্দিন জানান, মিরপুরের ১১ নম্বরও সেকশনের প্যারিস  রোডে শাহেরা খাতুনের বাসা। সেখান থেকে ক’জন মহিলা সোনার চেন কেনার কথা বলে গতকাল শুক্রবার তাকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে বিষয়টি থানায় জানান। নিহতের গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা থানায়।