জীবননগর ব্যুরো: জীবননগর গয়েশপুর ও রাজাপুর বিওপি বিজিবি সদস্যরা বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মদ, ফেনিসিডিল ও ওষুধ উদ্ধার করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানীরা এসব মাদকদ্রব্য ও ওষুধ ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি সিও লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার ব্যাটালিয়নের বিশেষ কমান্ডার সুবেদার মো. আবুল হোসেনের নেতৃত্বে গয়েশপুর বিওপি হাবিলদার সাইফুল ইসলাম গোয়ালপাড়া আমবাগানে অভিযান চালিয়ে ৯৬ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। একই দিন রাজাপুর বিওপি হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সিংনগর মাঠ ও চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।অপরদিকে গয়েশপুর বিওপি কমান্ডার সুবেদার আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ২ হাজার পিস সিপ্রোহেপ্রাডিন ট্যাবলেট উদ্ধার করেন।