স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সোয়া ৯টায় টেলিকনফারেন্সের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ডা. এমআর খান। এ উপলক্ষে স্থানীয় ইসলামী হাসপাতাল চত্বরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেনপুলিশ সুপার মো. রশীদুল হাসান, জেলা বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধূরী। ডা. মো. ইনছানুল আলাম বিপুল ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. হোসনে জারী তহমিনার আখী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী কনসানটেন্ট ডা. এসএম নূরুদ্দীন (রুমী) স্থানীয় ইসলামী হাসপাতালের আয়োজনে এ ক্যাম্পে জেলা বিভিন্ন এলাকা থেকে আগত ৪০ জন রোগীর অপারেশন করা হয়। রোগীদের যাতায়াত ও চিকিৎসার যাবতীয় খরচ ক্যাম্প বহন করে। সহযোগিতা করেন ডা. মো. ইছানুল আলম, কুতুবপুর, দশমাইল বাজার, চুয়াডাঙ্গা।