আটকবর প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপি ক্যাম্প মাদকবিরোধী অভিযান চালিয়ে জাহাজপোতার মাঠের মেন পিলারের ৩০০গজ বাংলাদেশের ভেতর থেকে ৪০বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ভারতীয় ব্যাটারি উদ্ধার করেছে। দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপি গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তি করে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার আব্দুল কুদ্দুস ও ল্যান্সনায়েক আল-মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাজপোতা মাঠের মেন পিলারের ৩০০ গজ বাংলদেশের ভেতর এ মালামাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।