টিপ্পনী

 

 

খবর:(চুয়াডাঙ্গায় চিকিৎসক সেজে দালালের প্রেসক্রিপশন)

 

নার্স ডাক্তার হাসপাতালে

সঙ্গে থাকে দালালও,

ওই বেটারা সাধারণের

মগজ-মাথা জ্বালালো।

 

বড় সাহেব কন না কিছুই

মুখে হাসি আপারও,

চেয়ার ছাড়ো আর ক্ষমতা

তোমরা যদি না পারো!

 

কোন সুবিধায় খাতির জমে

বুঝছি না তা আদৌ,

দু নম্বরি ছাড়তে হলে

সোনার ঘাটে গা ধোও।

 

Ñআহাদ আলী মোল্লা