মেহেরপুর অফিস: জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে জেলা যুবলীগের কার্যনির্বাহীসভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১’র সফল বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা, বিশ্বের অর্থনৈতিক মন্দার মাঝেও জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুতের সফলতাসহ নানা বিষয় গণমানুষের কাছে পৌঁছে দেয়া এবং জেলা যুবলীগের ঐক্যকে মজবুত করার লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁন্দু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আল মামুন, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন, মাহফিজুর রহমান মাহাবুব, অর্থ বিষয়ক সম্পাদক মাহাফুজুর রহমান রিটন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তহিদুল ইসলামসহ যুবলীগ নেতাকর্মীরা কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে দলীয় কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের সফলতাগুলো জনগণের মাঝে তুলে ধরার জন্য যুবলীগকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।