মুজিবনগরে স্পন্সার শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার হরলিকস বিতরণ

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে গুড নেইবারস্ বাংলাদেশের উদ্যোগে পুষ্টিকর খাবার হরলিকস(নিউটিশন) স্পন্সার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে গুড নেইবারস্ বাংলাদেশ বল্লভপুর অফিস প্রজেক্ট চত্বরে ৯৫৬ জন সুবিধাভোগী স্পন্সার শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। সভায় প্রকল্প ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েস্টার্ন রিজিওনাল ডিরেক্টর মি. বার্টিন গোমেজ, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন অপি অফিসার ঝর্ণা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. হাবিবা আক্তার।