গাঁজাসহ জীবননগর খয়েরহুদারআসলাম গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গতকাল বুধবার উপজেলার খয়েরহুদায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদকব্যবসায়ী আসলাম আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসলাম খয়েরহুদা গ্রামের নূর ইসলামের ছেলে।

থানাসূত্রে জানা যায়, খয়েরহুদা গ্রামের নূর ইসলামের ছেলে আসলাম একজন মাদকব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাদকব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জীবননগর থানার এএসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে খয়েরহুদা গ্রামে অভিযান চালিয়ে তাকে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।