মেহেরপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ’শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক মেহেরপুর শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এমএ বাশার, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশ। গোল টেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন। বৈঠকে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীর পরিচর্যাসহ রোগ কীভাবে নিরাময় করা যায়, সে সম্পর্কে আলোচনা করা হয়। ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিট ম্যানেজার প্রীতি রঞ্জন দত্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইপিআই সুপার আব্দুস সালাম। বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা এ বৈঠকে অংশগ্রহণ করেন।