স্টাফ রিপোর্টার: আমন্ত্রণ পেলেও পূর্ব নির্ধারিত জাপান সফরের কারণেভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন নাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ মে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ওইঅনুষ্ঠানে প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী। সরকারের নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে, সরকার ও দলহিসাবে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকছে ওই শপথ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীরজাপান সফরের দিনে অর্থাৎ ২৫মে-ই প্রতিনিধি দলটি দিল্লির পথে রওনা হবে।শপথ অনুষ্ঠানে সার্ক শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানাতে মোদি বিশেষ আগ্রহপ্রকাশ করার পর অন্য দেশগুলোর সরকার প্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখহাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় দিল্লির বিদেশ মন্ত্রক। পররাষ্ট্রদপ্তর সূত্র মতে, আমন্ত্রণ গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সরকারেরনীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হয়।