স্টাফ রিপোর্টার: মাইক্রোবাসে রঙিন কাচ ব্যবহার নিষিদ্ধের সরকারিসিদ্ধান্ত কার্যকরে দু সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে হাইকোর্ট।একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতিমুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ আজ এ আদেশ দেয়। গুম-খুনে কালো কাঁচেরমাইক্রোবাস ব্যবহার হয় এমন অভিযোগ ওঠার পর সরকার যানবাহনে কালো কাঁচব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। এরপর কৃত্রিমভাবে কালো কাঁচ ব্যবহারকারীযানবাহনের বিরুদ্ধে অভিযানও চালানো হয়। অভিযান চলার মধ্যে সরকারের এ আদেশেরবিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়।