মহেশপুরে ২ দিন নিখোঁজ থাকার পর এক যুবকের লাশ উদ্ধার

 

মহেশপুরপ্রতিনিধি:দু দিন নিখোঁজ থাকার পর দিলদার আলী (৩৫)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের সমশের আলীর ছেলে দিলদার আলী গত রোববার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পুড়োপাড়া বাজারের পাশে একটি রাস্তার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সকালেই লাশ উদ্ধার করে থানায় নেয়। পরিবারের লোকজনের দাবি তাকে বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তার মোবাইলফোনটি পাওয়া যাচ্ছে না। মোবাইলফোনটি পাওয়া গেলে তার হত্যার রহস্য উদঘাটন হতো।মহেশপুর থানার এসআই রইচ উদ্দীন জানান, লাশের মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। কী জন্য তাকে খুন করা হয়েছে পুলিশ ও পরিবারের লোকজন নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।