কালীগঞ্জ বিএনপি নেতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ইসমাইল হোসেনেরহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহরের থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা বাসস্ট্যান্ডেগিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে আধাঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান ও যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে এ সরকার দেশের জনগণকে উপহার হিসেবে শুধু লাশ আর লাশ দিচ্ছে। নদী-নালা, খাল-বিল সর্বত্র শুধু লাশ আর লাশ। গুম, অপহরণ, গুপ্ত হত্যা, মিথ্যা মামলায় হয়রানি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এ সরকার সারাদেশে এক একটি জায়গায় এক একজনকে গডফাদার বানিয়েছে।সমাবেশে বক্তারা অবিলম্বে ইসমাইল হোসেন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।