অস্ত্রধারী ছিনতাইকারীদের তাণ্ডবএকই রাতে দর্শনার ৩ স্থানে ছিনতাই

 

দর্শনা অফিস: একই রাতে দর্শনার ৩ স্থানে ঘটেছে অস্ত্রধারী ছিনতাইকারীদের তাণ্ডব।গত সোমবার রাত আড়াইটার দিকে দর্শনা ইসলাম বাজারপাড়ার খলিল মিয়াজির ছেলে দর্শনা রেল বাজারের আলাউদ্দিন স্টোরের স্বত্বাধিকারী আলাউদ্দিন ও তার ছেলে সৈকত পূর্বাশা পরিবহনে ঢাকায় যাওয়ার উদ্দেশে কাউন্টারে আসছিলেন। পথ্যিমধ্যে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ৪ জনের অস্ত্রধারী ছিনতাইকারীচক্র তাদের গতিরোধ করে ছিনিয়ে নেয় নগদ ৫৭ হাজার টাকা ও একটি আইফোন মোবাইল। রাত ৩টার দিকে দর্শনা পৌর শহরের পরাণপুরের মিন্নাল হোসেনের ছেলে সেলিম ওরফে সুরত ড্রাইভার দর্শনা পুরাতন বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পুরাতন বাজার চটকাতলা নামক স্থানে ছিনতাইকারীদের ওই চক্রই ধারালো অস্ত্রের মুখে সুরতের গতিরোধ করে ছিনিয়ে নেয় নগদ ৫ হাজার টাকা। এ ছাড়া দর্শনা শ্যামপুর জোড়া বটতলা নামক স্থানে ছিনতাইয়ের ঘটনার খবর শোনা গেলেও সঠিক তথ্য পাওয়া যায়নি। এ দিকে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেছেন, ছিনতাইকারীচক্রকে গ্রেফতারের জন্য বিস্তার করা হয়েছে জাল।