গাংনী প্রতিনিধি: তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মসলেম উদ্দীন গতকাল বিকেলে মাঠ থেকে ট্রলিযোগে বিচুলি নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় হালিম উদ্দীনের ঘরের সাথে বিচুলি বেঁধে যায়। এ নিয়ে হালিমের সাথে মসলেমের বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে হালিমসহ তার লোকজন মসলেম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। আহত হন মসলেম উদ্দীন (৫৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (৫২), বড় ছেলে আরিফুল ইসলাম (৩৫), ছোট ছেলে সাহাবুল ইসলাম (২০) ও আরিফুলের স্ত্রী রোকেয়া খাতুন (৩০)। এ বিষয়ে গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মসলেম উদ্দীন।