থাইল্যান্ডে সামরিক আইন জারি

 

মাথাভাঙ্গা মনিটর:ছয় মাসেরও বেশি সময়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাইল্যান্ডে সামরিক আইন জারি করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক আইন জারি করা হয়েছে।এটা কোনো সামরিক অভ্যুত্থান নয় বলেও দাবি করা হয়েছে।থাইল্যান্ডেরাজনৈতিক সঙ্কট নিরসনের উপায় হিসাবে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রীনিউয়াত্তামরং বুনসঙপাইসান পদত্যাগের সম্ভাবনা নাকচ করার পরদিন সেনাবাহিনীরপক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো।সেনাপ্রধান জেনারেল প্রাইউথ চ্যান-ওছা বলেছেন, সহিংস বিক্ষোভে জানমালের ক্ষতি হওয়ায় জনগণের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনী।গত নভেম্বরে থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সহিংসতায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন।সহিংসতায়দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আমরা উদ্বিগ্ন। তাই দেশেশান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সামরিক আইন জারি করেছি।