(চুয়াডাঙ্গার বেগমপুর-উথলী সড়কে ছিনতাই)
ভালো মানুষ ধরে পুলিশ জেলে পাঠায়
হাজত খাটায়
মাথা ফাটায় কোর্টে হাঁটায় আর
মদ করে উদ্ধার।
রাস্তাঘাটে কতো টেরর দেখছি ঘোরে
দুপুর-ভোরে
তাদের ধরে আদর করে তাড়ায়
ভালোবাসা বাড়ায়।
খারাপ লোকের কদর খুবই দেশে দেশে
রঙিন বেশে
ঘুরছে হেসে যায় না ফেঁসে তারা
পায় বেশি আশকারা।
-আহাদ আলী মোল্লা