ডাকবাংলা প্রতিনিধি: খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ঝিনাইদহের ৩ নং সাগান্না ইউনিয়ন বিএনপির প্রস্ততিসভা গতকাল শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আল-মামুনের (চেয়ারম্যান) সভাপতিত্বে চেয়ারম্যানের নিজ বাসভবনের নিচ তালায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড.জিয়াউল ইসলাম ফিরোজ, থানা যুবদলের সভাপতি রবিউল ইসলাম রবি, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর, থানা ছাত্রদলের সভাপতি মোজাম্মল হক, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আনাম, আব্দুল মেম্বার, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ দিবস উপলক্ষে ঝিনাইদহের ২ নং মধুহাটি ইউনিয়ন বিএনপির প্রস্ততিসভা গতকাল সকাল ১০টায় বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন আক্তার লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ। বক্তব্য রাখেন থানা যুবদলের সভাপতি রবিউল ইসলাম রবি, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর, থানা ছাত্রদলের সভাপতি মোজাম্মল হক, তৈয়ব আলী, জাহিদ, মতিয়ার আতিয়ার, বজলুর রহমান প্রমুখ।