(কোটচাঁদপুরে ৫০ বিঘা পানবরজ আগুনে পুড়ে ছাই)
দফায় দফায় পানবরজে আগুন লাগে
যায় ছড়িয়ে এ পাশ ও পাশ দাগে দাগে
এমনি করে চাষির ঘরে অভাব ঢোকে
কাঁদে বাড়ির ছেলে-বুড়ো দুঃখ-শোকে।
কারা এসব আগুন লাগায় যায় না চেনা
কৃষক মরে ঘরে অভাব পাওনা-দেনা
বলতে গেলেই শাসায় ওরা উল্টে ভুরু
গড ফাদারের ফাদার নাকি নাটের গুরু।
ওদের ট্যাপে পড়ে চাষি হারায় ভিটে
রাতারাতি দানা কাবার থাকছে চিটে
রাঘব বোয়াল নওলা বাবু খায় না ধরা
চাষির মুখে নেই প্রতিবাদ, জ্যান্ত মরা।
আহাদ আলী মোল্লা