মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে অপ্রতিরোধ্য হয়ে ওঠা কিংসইলেভেন পাঞ্জাব আবারো দূর্দান্ত একটি জয় তুলে নিয়েছে। গতকালসোমবার দিল্লিডেয়ারডেভিলসকে ৪ উইকেটে হারিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে প্রীতি জিনতারদল।দিল্লির ফিরোজ শাহ্ কোটলা স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৫ রানেটার্গেটে ব্যাট করতে নেমে ২ বল হাতে থাকতেই জয় পায় পাঞ্জাব।ভোহরাকে নিয়েবিরেন্দ্রন শেওয়াগ ওপেনিং জুটিতে ছয় ওভার দু বলেই ৬৭ রান তোলেন। এবং শেষদিকে আকসার প্যাটেলের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে নিজেদের একাদশতম ম্যাচে নবম জয়নিয়ে মাঠ ছাড়ে জর্জ বেইলিরা। দলের পক্ষে ভোহরা মাত্র ১৯ বল খেলে ৪ চার ও ৩ছক্কার সাহায্যে ৪২ রান করেন। আকসার প্যাটেল ৩৫ বল মোকাবিলা করে ৫ চার ও ১ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার বিরেন্দ্রন শেওয়াগ ২২ বলে ২ চারও ১ ছয়ে ২৩ রান করেন।দিল্লির পক্ষে ইমরান তাহির ৪ ওভার বল করে মাত্র ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া জেপি ডুমিনি ২৭ রানে ২টি উইকেট পান।এরআগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানে প্রথম উইকেট হারালেও১৬৪ রানে সংগ্রহ পায় দিল্লি। মূলত দিনেশ কার্তিকের ৬৯ রানের ওপর ভর করেই এরান তোলে কেভিন পিটারসেনরা। কার্তিক ৪৪ বল মোকাবিলা করে ৭ চার ও ৩ ছক্কায়দলিয় সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া অধিনায়ক কেভিন পিটারসেন ৩২ বলে ৬ চার ও ১ছক্কায় ৪৯ রান করেন।পাঞ্জাবের সন্দিপ শর্মা ৪ ওভার বল করে ৩৫ রানে এবং হেনরিক ৪ ওভার বল করে ৩৬ রানে ৩টি উইকেট দখল করেন।এজয়ে প্লে-আফ প্রায় নিশ্চিত করে ফেলল শীর্ষে থাকা পাঞ্জাব। অপর দিকে ১২ম্যাচে দু জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সর্বশেষ দল এখন দিল্লি।