মুম্বাইয়ের জয়

 

 

স্টাফ রিপোর্টার: ইন্ডিয়ানপ্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের একাদশতম ম্যাচে রাজস্থান রয়্যালসেরবিপক্ষে দারুন এক জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার পয়েন্ট টেবিলের ৩নম্বর দল রাজস্থানের বিপক্ষে ২৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমানচ্যাম্পিয়নরা।আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমেই ব্যাটকরতে নামে মুম্বাই। শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৭৮রানের সংগ্রহ পায় রোহিত শর্মারা। ওপেনিং জুটিতেই আসে ১২০ রান। দলের পক্ষেওপেনার ব্যাটসম্যান মাইক হাসি মাত্র ৩৯ বল মোকাবিলা করে ৩ চার ও ২ ছক্কায়৫৬ রান করেন। অপর ওপেনার স্যামসন মাত্র ৫১ বল খেলে ৬ টি চার ও ২টি ছক্কারসাহায্যে দলিয় সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া শেষ দিকে অধিনায়ক রোহিত শর্মামাত্র ১৯ বল খেলে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ রানের টর্নেডো ইনিংস খেলেন।রাজস্থানের অনকিত শর্মা ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।এরপররাজস্থান ১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ব্যাটসম্যান কারুণ নায়ারছাড়া টপ এবং মিডিল আর্ডারের কেউই দু অঙ্কের কোঠায় পৌছতে পারেনি। ফলে ২৫রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় শেন ওয়াটসনদের। নায়ার মাত্র ২৪ বল খেলে ৪ চারও ৩ ছয়ে ৪৮ রানের চমকপ্রদ ইনিংস খেলেন। এছাড়া শেষ দিকে ব্রাড হজ ৪০ এবংজেমস ফল্কনার ৩১ রান করলে তা কেবল হারের ব্যাবধানই কমায়। হজ ৩০ বলে ৩ ছয়ে৪০ রান করেন। এবং ফল্কনার ২১ বল খেলে ৩১ রান করেন।

মুম্বাইয়ের পক্ষেহারবাজান সিং ৪ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় ২টি উইকেট পান। এছাড়া গোপাল২৫ রানে দুটি উইকেট নেন। মাইক হাসি ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।