চুয়াডাঙ্গায় গরু মোটাতাজাকরণ ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গরু মোটাতাজাকরণ ও ছাগলপালন বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

গরু মোটাতাজাকরণ ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান। উদ্বোধন অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরিচিতির পর অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। তিনি গরু মোটাতাজাকরণ ও ছাগল পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশে মাংস ও দুধের চাহিদা পূরণের জন্যই শুধু নয়, নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্যও এ কর্মসূচি লাভজনক।