দর্শনা অফিস: চিকিৎসার জন্য ভারতে গেলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি দর্শনা জয়নগর সীমান্ত পথে ভারতে গেছেন। হুইপ ছেলুনের সাথে গেছেন রাজশাহীর সাবেক এমপি মিরাজ উদ্দিন মোল্লা ও শ্যামসুন্দর আগরওয়ালা। হুইপ ছেলুন জোয়ার্দ্দারকে বিদায় সংবর্ধনা জানাতে জয়নগর সীমান্তে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী, মোজাহারুল ইসলাম, ওমর আলী, রবিউল কবির পল্লব, নিশান তরফদার প্রমুখ। দলীয় সূত্র জানিয়েছে, হুইপ ছেলুন জোয়ার্দ্দার ৭ দিন ভারতে চিকিৎসা শেষে একই সীমান্ত পথে দেশে ফিরতে পারেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।