হজ গমনেচ্ছুক ১২৮৬ শিক্ষক-কর্মচারীকে চেক প্রদান আজ

 

 

স্টাফ রিপোর্টার: হজ গমনেচ্ছুক অবসরপ্রাপ্ত ১ হাজার ২৮৬ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর হাতে অবসর ও কল্যাণ সুবিধার চেক তুলে দেয়া হবে আজ সোমবার। বিকেল ৩টায় শাহবাগ জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন এ চেক বিতরণ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর বোর্ডের সহকারী পরিচালক আবু হানিফ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনিবলেন, এ বছর পবিত্র হজ গমনেচ্ছুক ১ হাজার ২৬১ জন অবসরপ্রাপ্তশিক্ষক-কর্মচারীর হাতে অবসর ও কল্যাণ সুবিধার ৭২ কোটি ২৩ লাখ ৮০৫ টাকার চেকহস্তান্তর করা হবে।তিনি জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ওকল্যাণ ট্রাস্টের প্রচুর অর্থ সংকট রয়েছে। তারপরও যারা হজে যেতে চান তাদেরআবেদনের ওপর যাচাই-বাছাই করে ১ হাজার ২৬১ জনকে চেক প্রদান করার সিদ্ধান্তহয়েছে।