স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ঠাকুরপুরে তালের রস পান করে একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পরশু রাত ৩টার দিকে ১১ জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
তালের রস পান করে অসুস্থ হয়ে পড়া একই পরিবারের সদস্যরা হলো- মন্টু (৪০), শামীম (১৮), মামুন (১৭), আকিব (৯), সেলিনা (৪৩), ময়না খাতুন (১৫), আম্বিয়া বেগম (৬০), রাজু আহম্মেদ (৫০), সাকিব (২) ও ডাবলু (৫০)।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে। কীভাবে অসুস্থ হলেন? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে ঠাকুরপুরের মামুন বলেন, সন্ধ্যায় মিন্টুর নিকট থেকে তালের রস খেয়েছিলাম আমরা। রাত ৩টার দিকে সকলেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে বাথরুমের দিকে ঝুঁকতে থাকি। অবস্থা বেগতিক দেখে রাতেই হাসপাতালে ভর্তি হই।