স্টাপ রিপোর্টার: সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ছোট ভাই আব্দুর শুকুর নয়নের লাঠির আঘাতে বড় ভাই আব্দুর সালাম কাকন (৫২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে রংপুর মহানগরীর রবার্টসন্সগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বড় ভাই নিহত হওয়ার খবর শুনে অপর ভাই আব্দুর সবুর মাটন গতকাল শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনার পর ঘাতক নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বোন কাকলি বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে। রংপুর কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খালফা জানান, রংপুর মহানগরীর রবার্টসন্সগঞ্জ মৃত আবুল খায়েরের তিন ছেলের মাঝে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল শুক্রবার সকালে এ নিয়ে ছোট ভাই নয়নের সাথে বড় ভাই সালামের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নয়ন লাঠি দিয়ে বড় ভাই সালামের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নয়নকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।