ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে কৃষক আমিন হক (৪৫) হত্যামামলার প্রধান আসামি নাটিমা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উজ্জ্বলপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে।
মহেশপুর থানার উপপরিদর্শক বিপ্লব রায় জানান, গত ৬ মে উজ্জ্বলপুর গ্রামের কাজিম আলী মৃধার ছেলে কৃষক আমিন হককে হত্যা করে ঘুগরি পান্তাপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়। এ মামলায় শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় হত্যামামলার প্রধান আসামি উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য মন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।