জীবননগর কাশিপুরে নৈশপ্রহরী নিয়োগ নিয়ে তুলকালাম: যুবলীগ নেতা স্কুল সহসভাপতি বজুকে পিটিয়ে জখম

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি নিয়োগ নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের মতামত অগ্রাহ্য করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্য একজনের নিয়োগ চূড়ান্ত করে রেজুলেশন করার প্রতিবাদ করায় স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজুকে (৪০) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত বজুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রামটিতে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, জীবননগর উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি নিয়োগ দেয়া হবে। এ পদে যাচাই বাছাই ও পরীক্ষা নেয়ার পর নিয়োগ দেয়ার জন্য স্কুল ম্যানেজিং কমিটি একই গ্রামের তরিকুল ইসলামকে চূড়ান্ত করে; কিন্তু ম্যানেজিং কমিটির এ সিদ্ধান্ত বাদ দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আওয়ামী লীগের অপর একটি গ্রুপের ইন্ধনে মোটা অংকের টাকা চুক্তির বিনিময়ে একই গ্রামের খেদের আলীর ছেলে নাজমুল হককে চূড়ান্ত হিসেবে নিয়োগ দিতে রেজুলেশন করেন। স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি ও ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান এ ঘটনার প্রতিবাদ করলে নাজমুল হক, তার ভাই বাবুল আক্তার ও সাইফুর রহমান গতকাল শনিবার হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। আহত বজুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।