১৩ কেজি রুপা ও ফেনসিডিল উদ্ধার :দর্শনার জাহিদ আটক

 

দর্শনা বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ফেনসিডিল। ১৩ কেজি রুপা ও মোটরসাইকেলসহ আটক করেছে দর্শনা শ্যামপুর জোড়াবটতলাপাড়া অভিযুক্ত চোরাকারবারী জাহিদকে। জাহিদসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নির্দেশে গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের ল্যান্সনায়েক রাসেল সিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের আজমপুরে। বিজিবি সদস্যরা আজমপুর প্রধান সড়কে মোটরসাইকেলের গতিরোধ করে সন্দেহজনকভাবে আটক করে দর্শনা শ্যামপুর জোড়াবটতলাপাড়ার আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, জাহিদ দীর্ঘদিন ধরে সোনা ও রুপার চোরাকারবার করে আসছে। বিজিবি সদস্যরা জাহিদের ব্যবহৃত কালো রঙের ডিসকভারী ১৩৫ সিসি চুয়াডাঙ্গা ল-১১-০৬৬৫ রেজি. নম্বরের মোটরসাইকেলের পেট্রোল ট্যাঙ্কিতে অভিনব কৌশলে সেটিং করা অবস্থায় ১৩ কেজি ভারতীয় রুপার গয়না উদ্ধার করেছেন। লে. কর্নেল মনিরুজ্জামানের উপস্থিতিতে এ রুপা উদ্ধার করা হয়।

জাহিদ বলেছে, এ রুপার তৈরি গয়না মালিক দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুরের বুদো মালিতার ছেলে নাসির উদ্দিন। জাহিদ এ রুপার গয়না বহন করে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিলো। এ ঘটনায় হাবিলদার শাহআলম বাদী হয়ে গতকালই জাহিদ ও নাসিরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল করিম গতকালই ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা জয়নগর নদীর ধারে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, জয়নগর নদীর ধার থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৫০ বোতল ফেনসিডিল।