কংগ্রেসের পরাজয় এবং

 

স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যেকংগ্রেস থেকে ভারতের স্বাধীনতা এসেছে, তারাই আজ নির্বাচনে পরাজিত হয়েছে।কারণ তাদের সাথে জনগণের সম্পর্ক ভালো নয়। তাই আমাদেরও এ বিষয়ে সজাগ থাকতেহবে এবং জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে। গতকাল শনিবার বিকেলে রাজধানীরইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার ৩৩তমস্বদেশ প্রত্যাবর্তন দিবসউপলক্ষে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ভারত গণতন্ত্রিক দেশ। তাই সরকারের পরিবর্তন হলেও তাদের সাথে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের দাবি আদায় করে নেবো।ভারতেরনতুন সরকারকে অভিনন্দন জানিয়ে আশরাফ বলেন, তারা গণতন্ত্রের বন্ধু, স্বাধীনতায় বিশ্বাসী। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসছেন এ ভেবে যারা খুশী হয়েছেনতারা আহম্মকের দল। ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের ক্ষমতার পরিবর্তনেআমাদের কিছুই হবে না।